মুর্শিদাবাদের ৬৯ বছরের ওয়ালিমা বেগমের মুখে এক বিশাল টিউমার দীর্ঘ ২৬ বছর ধরে বেড়ে উঠেছিল। ক্রমে মুখের গঠন বিকৃত হয়ে যায় এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও শ্বাসকষ্টের সমস্যায় ভোগা এই রোগীনিকে অনেক হাসপাতাল অস্ত্রোপচারের ঝুঁকি নিয়ে ফিরিয়ে দেয়।
অবশেষে, দক্ষিণ কলকাতার অ্যাপোলো হাসপাতালে সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডাঃ শুভদীপ চক্রবর্তী ও ডাঃ তাপস কর-এর নেতৃত্বে সফল অপারেশন হয়। ৫ ঘণ্টা ধরে চলে এই জটিল অস্ত্রোপচার। আধুনিক Intraoperative Nerve Monitoring প্রযুক্তির সাহায্যে মুখের নার্ভও রক্ষা করা সম্ভব হয়।
টিউমার ও আশপাশের অংশ মিলিয়ে প্রায় ১.৫ কেজি মাংসপিণ্ড অপসারণ করা হয়। এরপর প্লাস্টিক সার্জারির মাধ্যমে মুখ পুনর্গঠন করা হয়। মাত্র ৫ দিনের মধ্যেই রোগীকে ছেড়ে দেওয়া হয়।
ডাঃ চক্রবর্তী বলেন, “রোগীর দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও এই অপারেশনের সাফল্য আমাদের দলের পরিকল্পনা ও আধুনিক চিকিৎসা প্রযুক্তির ফল।”