26-Year-Old Facial Tumor Removed Successfully by Dr. Suvadip Chakraborty & Dr. Tapas Kar in Kolkata

মুর্শিদাবাদের ৬৯ বছরের ওয়ালিমা বেগমের মুখে এক বিশাল টিউমার দীর্ঘ ২৬ বছর ধরে বেড়ে উঠেছিল। ক্রমে মুখের গঠন বিকৃত হয়ে যায় এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও শ্বাসকষ্টের সমস্যায় ভোগা এই রোগীনিকে অনেক হাসপাতাল অস্ত্রোপচারের ঝুঁকি নিয়ে ফিরিয়ে দেয়।

অবশেষে, দক্ষিণ কলকাতার অ্যাপোলো হাসপাতালে সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডাঃ শুভদীপ চক্রবর্তী ও ডাঃ তাপস কর-এর নেতৃত্বে সফল অপারেশন হয়। ৫ ঘণ্টা ধরে চলে এই জটিল অস্ত্রোপচার। আধুনিক Intraoperative Nerve Monitoring প্রযুক্তির সাহায্যে মুখের নার্ভও রক্ষা করা সম্ভব হয়।

টিউমার ও আশপাশের অংশ মিলিয়ে প্রায় ১.৫ কেজি মাংসপিণ্ড অপসারণ করা হয়। এরপর প্লাস্টিক সার্জারির মাধ্যমে মুখ পুনর্গঠন করা হয়। মাত্র ৫ দিনের মধ্যেই রোগীকে ছেড়ে দেওয়া হয়।

ডাঃ চক্রবর্তী বলেন, “রোগীর দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও এই অপারেশনের সাফল্য আমাদের দলের পরিকল্পনা ও আধুনিক চিকিৎসা প্রযুক্তির ফল।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *