Bone Marrow Transplant Costs Lower in Kolkata Compared to Other States, Say Experts

কলকাতায় অনুষ্ঠিত হল ইস্টার্ন ইন্ডিয়া ব্লাড ম্যারো সেলুলার থেরাপি (EIBMCT 2025)-এর তৃতীয় বার্ষিক সম্মেলন। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মোট ২৩টি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন কেন্দ্র এই সম্মেলনে অংশগ্রহণ করে।

সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকদের দাবি, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কলকাতা ও পূর্ব ভারতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের খরচ অনেক কম। ফলে রোগীরা কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পাচ্ছেন।

অর্গ্যানাইজিং চেয়ারপার্সন ডাঃ তুফানকান্তি দোলাই জানান, রক্তের ক্যান্সার লিউকেমিয়া, থ্যালাসেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, নন-হজকিন্স লিম্ফোমা, মায়েলোমা, ইমিউন ডেফিশিয়েন্সি ডিজঅর্ডার, ইনহেরিটেড বোন ম্যারো ফেলিওর ইত্যাদি অসুখ ধরা পড়লে প্রাথমিক পর্যায়ে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করলে রোগীর সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

ডাঃ রাজীব দে জানান, বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই রক্ত সঞ্চালনের মতো করে রোগীর শরীরে বোন ম্যারো দেওয়া সম্ভব হচ্ছে। এর ফলে রোগীর চিকিৎসা অনেক সহজ হয়ে উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *