India’s First Malaria Vaccine ‘AdFalciVax’ to Launch Soon

ভারতে এবার ম্যালেরিয়া প্রতিরোধে আসছে দেশীয় ভ্যাকসিন। নাম ‘অ্যাডফ্যালসিভ্যাক্স’ (AdFalciVax)

আইসিএমআরের ভুবনেশ্বর শাখা, ন্যাশনাল ইনস্টিটিউট অব ম্যালেরিয়া রিসার্চ এবং ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজির সম্মিলিত উদ্যোগে তৈরি হচ্ছে এই টিকা। ইতিমধ্যেই ধাপে ধাপে ট্রায়ালে সাফল্য মিলছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

যদিও নির্দিষ্ট সময় এখনো ঘোষণা করা হয়নি, মন্ত্রকের তরফে জানানো হয়েছে “খুব শীঘ্রই বাজারে আসছে অ্যাডফ্যালসিভ্যাক্স”। ইতিমধ্যেই বিভিন্ন ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাকে উৎপাদনের জন্য আহ্বান জানানো হয়েছে। সংস্থাগুলি প্রস্তুত হলে টিকা বাজারে আসবে।

ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজেস কন্ট্রোলের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬৪,২৪৫ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন, মৃত্যুর সংখ্যা ৪। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২,১৯২। মশার কামড়ে প্রতি বছর ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মৃত্যুও হচ্ছে। তাই ম্যালেরিয়ার ওষুধ থাকলেও দেশীয় ভ্যাকসিন তৈরি হয়নি এতদিন। সেই শূন্যতা পূরণ করতেই এই উদ্যোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *