দ্য বেঙ্গল অবস্টেট্রিক অ্যান্ড গাইনেকোলজিক্যাল সোসাইটি (বিওজিএস) মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় এক নতুন কর্মসূচি শুরু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো অনগ্রসর সম্প্রদায়ের মহিলাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা।
ক্যাম্পে থাকবে একাধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থা:
ম্যামোগ্রাফি – স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের জন্য।
প্যাপ স্মিয়ার্স – জরায়ু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের জন্য।
অ্যানিমিয়া ও থ্যালাসেমিয়া টেস্ট – রক্তস্বল্পতা ও বংশগত রক্তরোগ সনাক্তকরণের জন্য।
বোন ডেনসিটি টেস্ট – মেনোপজ-পরবর্তী সময়ে হাড়ের ঘনত্ব পরিমাপের জন্য।
এইচপিভি টিকাকরণ – জরায়ু ক্যান্সার প্রতিরোধে ১৫ বছরের কম বয়সি কন্যাদের দেওয়া হবে।
এই উদ্যোগের মাধ্যমে বিওজিএস মহিলাদের স্বাস্থ্যের প্রতি সচেতনতা ও প্রতিরোধমূলক চিকিৎসাকে আরও সহজলভ্য করে তুলতে চায়।



