ভারতের বিজ্ঞানীদের হাত ধরে এল এক যুগান্তকারী সাফল্য!
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং জানিয়েছেন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন অ্যান্টিবায়োটিক ‘ন্যাফিথ্রোমাইসিন’ এখন শ্বাসযন্ত্রের সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আশা জাগাচ্ছে।
মন্ত্রী জানান, এই ওষুধ শুধুমাত্র শ্বাসযন্ত্রের সংক্রমণই নয়, বরং ক্যান্সার ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও উপকারী হতে পারে।
এর গবেষণা, আবিষ্কার, উন্নয়ন ও ক্লিনিক্যাল ট্রায়াল — সবকিছুই সম্পূর্ণভাবে ভারতে সম্পন্ন হয়েছে, যা ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে ভারতের ‘আত্মনির্ভরতা’র পথে এক বিশাল পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি।
তিনি আরও জানান, জিন থেরাপির ট্রায়ালে ৬০-৭০ শতাংশ পর্যন্ত সাফল্য মিলেছে এবং গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বিখ্যাত আন্তর্জাতিক পত্রিকা ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ।
বিজ্ঞানের অগ্রগতির জন্য কেন্দ্র সরকার ৫০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ করেছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
এই সাফল্য শুধু ভারতের বিজ্ঞানচর্চার অগ্রগতির প্রতীক নয়, বরং দেশের কোটি মানুষের সুস্বাস্থ্যের আশার আলো।


