সল্টলেকের ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল সোসাইটি পেরিয়ে এল তাদের ৫০ বছরের যাত্রাপথ। এই সোসাইটির উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছিল ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল, যা আজও পূর্ব ভারতের স্বাস্থ্য পরিষেবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
আধুনিক মডিউলার অপারেশন থিয়েটারের উদ্বোধন
এই বিশেষ মাইলস্টোন উপলক্ষে শনিবার হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলায় উদ্বোধন করা হল অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটার।
এখানে মস্তিষ্কের জটিল সার্জারির পাশাপাশি অর্থোপেডিক ও জেনারেল সার্জারির অপারেশনও করা যাবে।
সোসাইটির সম্পাদক ডাঃ কিষাণ প্রধান জানান, নতুন এই সংযোজন রোগীদের চিকিৎসা সুবিধায় এক নতুন দিগন্ত খুলে দেবে।
বিশেষ অতিথিদের উপস্থিতি
উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
স্বাধীনতা সংগ্রামী শৈলেন সেন
খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ ও ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির প্রাক্তন সভাপতি ডাঃ অনিলভূষণ দত্ত
সোসাইটির ডিরেক্টর ডাঃ অশোক সামন্ত
আগামী দিনের পরিকল্পনা
হাসপাতাল সূত্রে জানা গেছে, আগামী বছর থেকেই চালু হতে চলেছে সোসাইটির ভাঙড়ের নতুন হাসপাতাল। প্রস্তাবিত এই হাসপাতালটি হবে ১০০ বেডের, যা ধাপে ধাপে চালু করা হবে।



