রাজ্যের সরকারি কর্মীদের পাশাপাশি এবার সাধারণ মানুষও এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ক্যাশলেস হেলথ ইন্স্যুরেন্স সুবিধা পাবেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার মাধ্যমে শীঘ্রই এই পরিষেবা চালু হবে।
উডবার্ন ব্লকে নতুন উদ্যোগ
- আগে চিকিৎসার বিল শুধুমাত্র নগদে মেটাতে হত।
- ২০২২ সাল থেকে কার্ড পেমেন্টের সুযোগ চালু হয়।
- ২০২৪ সালের জানুয়ারি থেকে West Bengal Health Scheme-এর সুবিধা পাওয়া শুরু হয়।
- তবে সাধারণ মানুষের দাবি ছিল, অন্যান্য স্বাস্থ্য বিমা সংস্থার আওতাও উডবার্নে আনা হোক।
কোন কোন বিমা সংস্থা যুক্ত হচ্ছে?
প্রথম পর্যায়ে চারটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার পরিষেবা মিলবে—
- ন্যাশনাল ইন্স্যুরেন্স
- নিউ ইন্ডিয়া অ্যাশিয়োরেন্স
- দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স
- ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স
হাসপাতাল কর্তৃপক্ষ শীঘ্রই এই সংস্থাগুলির সঙ্গে MoU (Memorandum of Understanding) স্বাক্ষর করবে।
কেন দ্রুত পরিষেবা সম্ভব হবে?
হাসপাতালের এক কর্তার কথায়—
“সরকারি জায়গায় সমস্ত খরচই নির্দিষ্ট। তাই বিমা সংস্থার ছাড়পত্র পেতে বিলম্ব হবে না।”
অতীতে অভিযোগ উঠেছিল যে, ছাড়পত্রে বিলম্ব হলে রোগীকে হাসপাতাল ছাড়তে সমস্যা হচ্ছিল। এবার সেই জটিলতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
কেবিনের ভাড়া ও সুবিধা
উডবার্ন ব্লকে বর্তমানে তিন রকমের কেবিন রয়েছে—
- দুই শয্যার কেবিন: ₹২০০০/দিন (৬টি কেবিন)
- এক শয্যার কেবিন: ₹২৫০০/দিন (১০টি কেবিন)
- সুইট: ₹৪০০০/দিন (১২টি)
এই ভাড়ার মধ্যে চিকিৎসকদের ফি-ও অন্তর্ভুক্ত।
ক্রিটিক্যাল কেয়ার বা HDU-তে স্থানান্তরিত হলে অতিরিক্ত ₹১০০০ যোগ হয়।
পরীক্ষা ও ওষুধের খরচ আলাদা।
ভবিষ্যৎ পরিকল্পনা
পরবর্তী পর্যায়ে অন্যান্য বেসরকারি বিমা সংস্থাকেও এই প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা করছে এসএসকেএম কর্তৃপক্ষ। এর ফলে আরও বেশি রোগী ক্যাশলেস বিমার সুবিধা নিতে পারবেন।



