বায়োটেকের মেসেঞ্জার আরএনএ (mRNA) প্রযুক্তির মাধ্যমে ফুসফুস ক্যানসারের চিকিৎসায় নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। কোভিড-১৯ মোকাবিলায় mRNA ভ্যাকসিনের সফলতা পরবর্তী সময়ে বিজ্ঞানীরা এবার নজর দিয়েছেন নন-স্মল সেল লাং ক্যানসার (NSCLC) এর দিকে।
জার্মান বায়োটেকনোলজি কোম্পানি বায়োটেকের তৈরি প্রথম mRNA ভ্যাকসিন, BNT116, সাতটি দেশে ফেজ ১ ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অন্তর্ভুক্ত। UCLH-এর মেডিকেল অনকোলজিস্ট সিও মিং লি জানিয়েছেন, এই প্রযুক্তি ফুসফুস ক্যানসার রোগীদের জন্য একটি নতুন আশা জাগিয়েছে।
ফুসফুস ক্যানসার বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি প্রাণঘাতী ক্যানসার। এই নতুন ভ্যাকসিন ক্যানসার কোষ শনাক্ত করে এবং অন্যান্য চিকিৎসার সাথে সমন্বয় করে কাজ করে। তবে এটি এখনো প্রাথমিক ধাপে রয়েছে এবং ভবিষ্যতে এর উন্নতির অনেক সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।