India Develops Indigenous Malaria Vaccine ‘DfalcipVax’ in the Fight Against Mosquito-Borne Disease

ম্যালেরিয়ার বিরুদ্ধে দেশীয় টিকার জয়যাত্রা: অ্যাডফ্যালসিভ্যাক্স

ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে এবার এক বিশাল পদক্ষেপ নিতে চলেছে ভারত। ‘অ্যাডফ্যালসিভ্যাক্স’ নামে দেশীয় ম্যালেরিয়া টিকা তৈরির কাজ চলছে জোর কদমে। এই উদ্যোগের পেছনে রয়েছে আইসিএমআরের ভুবনেশ্বর শাখা, ন্যাশনাল ইনস্টিটিউট অব ম্যালেরিয়া রিসার্চ এবং ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি।

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রায়ালের প্রতিটি ধাপে ইতিমধ্যেই সফলতা পাওয়া যাচ্ছে। যদিও এই টিকা কবে বাজারে আসবে তা এখনও নির্দিষ্ট করে বলা হয়নি, তবে আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই ‘মেক ইন ইন্ডিয়া’ ব্র্যান্ডের অধীনে বাজারে আসবে এই দেশীয় ম্যালেরিয়া ভ্যাক্সিন।

ম্যালেরিয়ার প্রকোপ রুখতে কেন্দ্র ইতিমধ্যেই প্রস্তুতকারক সংস্থাগুলিকে আহ্বান জানিয়েছে এই ভ্যাক্সিন তৈরির জন্য। দেশের বিভিন্ন প্রান্তে মশাবাহিত রোগের প্রকোপ যেমন বাড়ছে, তেমনি মৃত্যুর ঘটনাও কম নয়। চলতি বছরে এখনও পর্যন্ত দেশে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৪,২৪৫ জন, যার মধ্যে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২,১৯২। মৃত্যুর সংখ্যাও চারজন পর্যন্ত পৌঁছেছে।

এই প্রেক্ষিতে দেশীয় ম্যালেরিয়া ভ্যাক্সিন তৈরি হওয়া নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধুমাত্র স্বাস্থ্যের উন্নতি নয়, ভারতীয় গবেষণা ও প্রযুক্তির দিক থেকেও এক বড় সাফল্যের প্রতীক হয়ে উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *