হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিল কলকাতার বি এম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার। পূর্ব ভারতে প্রথমবারের মতো এই হাসপাতাল সফলভাবে বসিয়েছে দ্বি-কক্ষযুক্ত (Dual Chamber) লিডলেস পেসমেকার, যা আকারে প্রায় একটি ভিটামিন ক্যাপসুলের মতো।
এই অত্যাধুনিক ডিভাইসটি হৃদয়ের দুটি কক্ষ — এট্রিয়াম ও ভেন্ট্রিকল — এর মধ্যে প্রাকৃতিক ছন্দ ও সমন্বয় বজায় রাখে, যা হৃদস্পন্দন নিয়ন্ত্রণে এক বিপ্লব এনেছে।
চিকিৎসা প্রক্রিয়া ও বিশেষত্ব
এই পেসমেকার বসাতে রোগীর বুকে কোনও বড় অস্ত্রোপচারের প্রয়োজন হয় না।
সুক্ষ্ম ক্যাথেটার দিয়ে যন্ত্রটি সরাসরি হৃদধমনীতে স্থাপন করা হয়। ফলে কাটাছেঁড়া বা লিড বসানোর ঝুঁকি থাকে না, সংক্রমণের আশঙ্কাও অনেক কমে যায়।
এই উন্নত প্রযুক্তিটি দীর্ঘমেয়াদে (প্রায় ১৮-২০ বছর) কার্যকর থাকে এবং রোগীরা কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠতে পারেন।
চিকিৎসক ও আন্তর্জাতিক সহযোগিতা
অস্ত্রোপচারটি সম্পন্ন করেন হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের ডিরেক্টর ডা. অনিল মিশ্র ও তাঁর টিম।
পুরো প্রক্রিয়ার সাক্ষী ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডা. সাইরাস আদেল হাদাদি, যিনি ওয়াশিংটনের MedStar Heart & Vascular Institute-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর এবং ৫০০টিরও বেশি ডুয়াল চেম্বার লিডলেস পেসমেকার স্থাপনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
তিনি কলকাতার চিকিৎসকদের সঙ্গে এই প্রযুক্তির প্রয়োগ ও প্রশিক্ষণ বিষয়ে মতবিনিময় করেন।
ভবিষ্যৎ পরিকল্পনা
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই প্রযুক্তি ব্যবহার করে আরও চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা চলছে, যাতে ভবিষ্যতে রোগীদের আর দিল্লি, মুম্বই বা বিদেশে যেতে না হয়।
এখন থেকে আন্তর্জাতিক মানের কার্ডিয়াক কেয়ার কলকাতাতেই পাওয়া যাবে।



