অপারেশন থিয়েটারের সময় বাড়াচ্ছে কলকাতার প্রাইভেট হাসপাতালগুলি, রোগীদের জন্য হোটেলেও থাকছে ব্যবস্থা
কলকাতার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল বর্তমানে রোগীর ভিড় সামাল দিতে অপারেশন থিয়েটার (OT) এর সময়সীমা বাড়িয়েছে। কিছু হাসপাতাল আবার শল্যচিকিৎসার জন্য অপেক্ষমান রোগীদের জন্য আশেপাশের হোটেল বা গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করেছে।
BP Poddar Hospital-এর গ্রুপ অ্যাডভাইজার সুপ্রিয় চক্রবর্তী জানিয়েছেন, “যেসব রোগীর সার্জারি নির্ধারিত আছে, তাঁদের আমরা নির্দিষ্ট গেস্ট হাউসে রাখছি এবং OPD-র মাধ্যমে প্রি-সার্জিকাল টেস্ট করাচ্ছি। এরপর ঠিক সময়ে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।”
Peerless Hospital-এর CEO সুদীপ্ত মিত্র জানিয়েছেন, “সাধারণত আমরা প্রতিদিন ৪০টি সার্জারি করি, কিন্তু এখন তা বেড়ে হয়েছে ৬৫। প্রি-সার্জারি টেস্ট করে রোগীদের সোজা OT-তে নিয়ে যাওয়া হচ্ছে যাতে অপেক্ষার সময় কমে।”
Woodlands Hospital-এ শয্যা দখলের হার ৮৬% থেকে বেড়ে হয়েছে ৯৫%। গত ১০ দিনে সার্জারির সংখ্যা প্রায় ২০% বেড়েছে, যার ফলে viral fever-এ আক্রান্ত রোগীদের জন্য বিছানা ফাঁকা করা সম্ভব হচ্ছে।
Desun Hospital ও Manipal Hospital-এর মতো অন্যান্য হাসপাতালগুলো OPD বা ইমার্জেন্সি বিভাগের সময় বাড়িয়েছে, দ্রুত রোগী স্থানান্তরের ব্যবস্থা নিচ্ছে এবং সংক্রামক রোগীদের গোষ্ঠীভুক্ত (cohorting) করে চিকিৎসা দিচ্ছে।
মূল কারণ? শহরে ক্রমবর্ধমান ভাইরাল জ্বরের প্রকোপ। যার ফলে রোগী ভর্তির চাপ বেড়েই চলেছে, এবং সেই সঙ্গে বেড়েছে অস্ত্রোপচারের সংখ্যাও।