Peerless Cancer Hospital to Launch in Panchasayar by 2026

পূর্ব কলকাতার স্বাস্থ্যক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে চলেছে পিয়ারলেস গ্রুপ। পঞ্চসায়রে তাদের আসন্ন প্রকল্প এস কে রয় ইনস্টিটিউট অব অঙ্কোলজি সার্ভিসেস চালু করার লক্ষ্য নিয়েছে ২০২৬ সালের মাঝামাঝি।

বর্তমানে পিয়ারলেস হাসপাতালের বেড সংখ্যা ৫০০ হলেও, নতুন ক্যান্সার হাসপাতাল চালু হলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৭০। আধুনিক প্রযুক্তি ও পরিকাঠামো সমৃদ্ধ এই অঙ্কোলজি ইনস্টিটিউট ক্যান্সার চিকিৎসায় এক নতুন দিশা আনবে বলে আশা করা হচ্ছে।

শুধু কলকাতাতেই নয়, বারাসতে আরও একটি ১৩০ বেডের হাসপাতাল চালু করার পরিকল্পনা নিয়েছে পিয়ারলেস। ইতিমধ্যে গুয়াহাটিতে তারা ২৫০ বেডের হাসপাতাল চালু করেছে। হাসপাতাল, আবাসন, হোটেল এবং অন্যান্য ব্যবসা মিলিয়ে পিয়ারলেস গ্রুপ মোট ১,১০০ কোটি টাকার বিনিয়োগ করছে।

পিয়ারলেস জেনারেল ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত রায় জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবর্ষে সংস্থার আয় ছিল ৮১২ কোটি টাকা। খুব শীঘ্রই তা ১,০০০ কোটি টাকায় পৌঁছবে বলে আশাবাদী তিনি। শুধুমাত্র হাসপাতাল ব্যবসা থেকেই আয় হতে পারে প্রায় ৫০০ কোটি টাকা।

জয়ন্ত রায়ের কথায়, “প্রাথমিকভাবে এই বিশাল বিনিয়োগ মুনাফায় প্রভাব ফেললেও, দীর্ঘমেয়াদে এটি সংস্থার আর্থিক উন্নতির গতি বহুগুণ বাড়িয়ে দেবে।” এছাড়া, বিমা ব্যবসা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার প্রক্রিয়াও শুরু করেছে পিয়ারলেস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *