সিলিগুড়ি জেলা হাসপাতালে চালু হচ্ছে প্রথম সরকারি বন্ধ্যাত্ব ক্লিনিক
উত্তরবঙ্গে সরকারি স্তরে প্রথমবারের জন্য বন্ধ্যাত্ব নিরাময়ের ক্লিনিক চালু হতে চলেছে সিলিগুড়ি জেলা হাসপাতালে। হাসপাতালের মাতৃ ও শিশু বিভাগেই এই ক্লিনিকের সূচনা হবে। এই পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দপ্তরের বৃহত্তর উদ্যোগের অংশ, যার উদ্দেশ্য উত্তরবঙ্গে সরকারি স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং বন্ধ্যাত্ব সমস্যায় ভোগা দম্পতিদের জন্য সহজলভ্য চিকিৎসার ব্যবস্থা করা।
জানা গিয়েছে, এই অঞ্চলে বন্ধ্যাত্ব সংক্রান্ত সমস্যার হার ক্রমেই বাড়ছে এবং অধিকাংশ দম্পতি বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা করাতে বাধ্য হচ্ছেন। নতুন এই সরকারি ক্লিনিকে থাকছে সুনির্দিষ্ট পরীক্ষা, কাউন্সেলিং ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা।
ডাক্তারদের মতে, প্রায় ৮০% বন্ধ্যাত্ব সমস্যা ওষুধ, কাউন্সেলিং ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে সমাধান করা সম্ভব। তাই IVF-এর মতো জটিল পদ্ধতির প্রয়োজন সবক্ষেত্রে হয় না।
এই ক্লিনিক আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য যথেষ্ট সহায়ক হবে এবং একইসঙ্গে বন্ধ্যাত্ব নিয়ে প্রচলিত ভুল ধারণাও দূর করবে বলে আশা চিকিৎসকদের।