West Bengal: 8 District Hospitals To Get Daycare Cancer Centres To Boost Local Treatment Access

দীর্ঘদিন ধরেই ক্যান্সার চিকিৎসার জন্য রোগীদের কলকাতা বা দেশের অন্যান্য বড় শহরে ছুটতে হয়। সেই বাস্তবতা বদলাতে চলেছে এবার। দেশের ২০০টি জেলা হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার (DCCC) গড়ে তুলতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৮টি জেলা:
🔹 মুর্শিদাবাদ
🔹 দক্ষিণ ২৪ পরগনা
🔹 পশ্চিম মেদিনীপুর
🔹 মালদা
🔹 পূর্ব বর্ধমান
🔹 বাঁকুড়া
🔹 পুরুলিয়া
🔹 নন্দীগ্রাম স্বাস্থ্যজেলা

এই কেন্দ্রগুলোতে রোগীরা দিনে কয়েক ঘণ্টার জন্য ভর্তি হয়ে কেমোথেরাপি, স্ক্রিনিং ও পরামর্শ নিতে পারবেন এবং সেদিনই বাড়ি ফিরতে পারবেন। প্রতি কেন্দ্র তৈরিতে বরাদ্দ করা হয়েছে ১.৪৯ কোটি টাকা

স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, এই কেন্দ্রগুলির মাধ্যমে সুলভ, সহজলভ্য এবং স্থানীয় স্তরে ক্যান্সার চিকিৎসা নিশ্চিত হবে।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, “এমন ব্যবস্থা সাধারণ মানুষের জন্য অনেকটাই উপকারী হবে, কারণ ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা খরচ যেমন বেশি, তেমনই চিকিৎসার জন্য ভ্রমণ করাও কষ্টকর।”

আইসিএমআর-এর রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে বছরে গড়ে ১.২ লক্ষের বেশি ক্যান্সার রোগী ধরা পড়েন। তাদের অধিকাংশকেই এখনো বড় শহরে যেতে হয় চিকিৎসার জন্য। কিন্তু এই প্রকল্প বাস্তবায়িত হলে এই চিত্র বদলাবে বলেই আশা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *