পশ্চিমবঙ্গের স্বাস্থ্যপরিষেবায় বড় পরিবর্তন। এতদিন শুধুমাত্র প্রাইভেট হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বোন ম্যারো প্রতিস্থাপনের সুযোগ মিললেও এবার সেই সুবিধা পাওয়া যাবে সরকারি হাসপাতালেও। স্বাস্থ্যদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, এন আর এস মেডিক্যাল কলেজ এবং কলকাতা মেডিক্যাল কলেজ—এই দুই সরকারি প্রতিষ্ঠানে বোন ম্যারো প্রতিস্থাপনের জন্য স্বাস্থ্যসাথী সুবিধা চালু হচ্ছে।
এন আর এস মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগের চিকিৎসকদের আবেদনেই এই সিদ্ধান্ত। বর্তমানে ৬০ জনেরও বেশি রোগী প্রতিস্থাপনের অপেক্ষায় রয়েছেন। এই সুবিধা থ্যালাসেমিয়া, লিউকোমিয়া-সহ রক্তের দুরারোধ্য রোগে আক্রান্তদের জন্য বিশেষ উপকারী হবে।
সরকারি ক্ষেত্রে প্রতিস্থাপনের খরচ তুলনামূলকভাবে অনেক কম। প্রাইভেটে যেখানে বোন ম্যারো প্রতিস্থাপনে ৮–১০ লক্ষ টাকা খরচ হয়, সেখানে সরকারি হাসপাতালে বেড ভাড়া, অস্ত্রোপচার ও চিকিৎসকদের ফি না থাকায় খরচ ৫ লক্ষ টাকার মধ্যেই সম্ভব। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় প্রতিটি রোগীর জন্য সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যয়ভার বহন করবে রাজ্য সরকার।
এই উদ্যোগ গরিব ও মধ্যবিত্ত পরিবারের রোগীদের চিকিৎসায় নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে।



