মেডিক্যালে নজির! কোমরের হাড় দিয়ে তৈরি হল নতুন পা
কলকাতা মেডিক্যাল কলেজ আবারও প্রমাণ করল, দক্ষতা ও উদ্ভাবনী চিকিৎসা প্রযুক্তি একত্রে কীভাবে জীবন বদলে দিতে পারে। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির বাসিন্দা ৩৮ বছর বয়সী মহাদেবী মণ্ডলের ডান পা ছিল বাদ যাওয়ার মুখে। হাঁটুর নীচের হাড় টিবিয়াতে ছিল এক বিরাট ‘জায়ান্ট সেল টিউমার’। চিকিৎসকরা প্রথমে আশঙ্কা করেছিলেন, পা বাদ না দিলে উপায় নেই। তবে মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের চিকিৎসকরা তা হতে দিলেন না।
সহকারী অধ্যাপক ডাঃ সৈকত সাউ-এর নেতৃত্বে চার ঘণ্টার জটিল অস্ত্রোপচারে কোমরের হাড় কেটে ব্যবহার করা হয় টিবিয়ার উপরের অংশে, তৈরি হয় ‘হাড়ের ছাদ’। এই জটিল প্রক্রিয়ায় ব্যবহৃত হয় ‘স্যান্ডউইচ টেকনিক’। বোন সিমেন্ট ও জেলফোম দিয়ে তৈরি হয় একটি কার্যকরী, মজবুত হাড়ের কাঠামো। অপারেশনের পর এখন নিজে নিজেই হাঁটছেন মহাদেবী। মেডিক্যালে এই চিকিৎসা হয় প্রায় বিনামূল্যে, যেখানে প্রাইভেটে এর খরচ হতো প্রায় ১০ লক্ষ টাকা।
এই কীর্তি শুধু একজন রোগীকে পা ফিরিয়ে দেয়নি, বরং গোটা রাজ্যের চিকিৎসা ব্যবস্থার জন্যও তৈরি করল এক অনন্য দৃষ্টান্ত।



