হার্টে ক্যান্সার-টিউমার, বিরলতম অপারেশনে পিজিতে সুস্থ যুবক
বিরল রোগের চিকিৎসায় আবারও ইতিহাস গড়ল কলকাতার এসএসকেএম হাসপাতাল। বাঁকুড়ার কোতুলপুরের ৩৪ বছরের মানসকুমার খাঁ দীর্ঘদিন ধরে ভুগছিলেন হার্টের এক বিরল ক্যান্সারপ্রবণ টিউমারে — প্লিওমর্ফিক সারকোমা। সাধারণত হার্টের টিউমার খুবই বিরল এবং অধিকাংশ ক্ষেত্রেই বিনাইন প্রকৃতির হয়। কিন্তু মানসের ক্ষেত্রে টিউমারটি ছিল ম্যালিগন্যান্ট, যা প্রাণঘাতী ঝুঁকি বহন করছিল।
গত এক বছরে তিনি কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং ভেলোর-সহ ভারতের একাধিক শীর্ষ সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েও সফল হননি। অপারেশনের ঝুঁকি এতটাই বেশি ছিল যে কোনও চিকিৎসকই রাজি হননি।
শেষমেশ আশ্রয় মেলে এসএসকেএমের কার্ডিয়োথোরাসিক ভাস্কুলার সার্জারি (সিটিভিএস) বিভাগে। অধ্যাপক শান্তনু দত্তের নেতৃত্বে এবং চিকিৎসক শিল্পা বসুরায়, রন্মিতা পাল, দেবতনু হাজরা, অপর্ণা বাসুমাতারি ও অ্যানাস্থেশিয়া টিমের যৌথ প্রচেষ্টায় ১৬ জুলাই সম্পন্ন হয় জটিল অস্ত্রোপচার। প্রায় ৮ ঘণ্টার এই অপারেশনে সফলভাবে বাদ দেওয়া হয় বিরল ম্যালিগন্যান্ট টিউমারটি।
২৪ জুলাই হাসপাতাল থেকে ছুটি পান মানস। পরবর্তী চেক-আপে দেখা গেছে তিনি এখন সুস্থ আছেন। এই সাফল্য শুধু রোগীর জীবনই বাঁচায়নি, বরং পশ্চিমবঙ্গের চিকিৎসা জগতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে।



