Kolkata Medical College Upgrades with 40 Crore Modern Equipment

রাজ্যের প্রাচীনতম ও অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবার পেতে চলেছে একাধিক অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। প্রায় ৪০ কোটি টাকার বেশি মূল্যের যন্ত্রপাতি দিয়ে নতুনভাবে সাজানো হচ্ছে হাসপাতালটিকে। আসছে আধুনিক সিটি স্ক্যান মেশিন, লিনিয়ার অ্যাক্সিলারেটর (LINAC)— যা ক্যান্সার চিকিৎসায় অপরিহার্য— এবং বোন মিনারেল ডেনসিটি (BMD) মেশিন।

হাসপাতাল সূত্রে খবর, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন (WBMSC) এই প্রকল্পের দায়িত্বে রয়েছে। সিটি স্ক্যান ও লাইন্যাক মেশিনের টেন্ডার প্রক্রিয়া চলছে, আর বিএমডি মেশিনের টেন্ডার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। নতুন সিটি স্ক্যান মেশিনটি বসবে সুপারের অফিসের পাশের সাততলা ভবনের একতলায়, এবং নতুন লাইন্যাক বসবে ক্যান্সার হাসপাতালের বাঙ্কারে

হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, এই যন্ত্রপাতি শুধুমাত্র কলকাতা মেডিকেল নয় — বর্ধমান, মুর্শিদাবাদ, কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ, এবং প্রস্তাবিত দুটি বড় ক্যান্সার সেন্টার (এসএসকেএম ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ)-এও বসানো হবে।

প্রসঙ্গত, এতদিন ধরে কলকাতা মেডিকেলে সিটি স্ক্যান পরিষেবা চলত সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে। এবার নতুন ৭ কোটি টাকার সম্পূর্ণ সরকারি সিটি স্ক্যান মেশিন বসানো হবে। নতুন লাইন্যাক মেশিনের দাম প্রায় ৩০ কোটি টাকা, আর বিএমডি মেশিনের আনুমানিক মূল্য ১.৭ কোটি টাকা

এছাড়া সার্জারি বিভাগের জন্যও কেনা হচ্ছে থোরাকোস্কোপ, এন্ডোস্কোপ, ওটি লাইট-এর মতো গুরুত্বপূর্ণ যন্ত্র। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এগুলির জন্যও ব্যয় হচ্ছে কয়েক লক্ষ টাকা।

কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ইন্দ্রনাল বিশ্বাস বলেন,
“আমরা আশা করছি টেন্ডার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। যন্ত্রগুলি দ্রুত আসলে সাধারণ মানুষ আরও উন্নত ও নির্ভরযোগ্য চিকিৎসা পরিষেবা পাবেন।”

এই প্রকল্প সম্পূর্ণ হলে কলকাতা মেডিকেল কলেজ আরও এক ধাপ এগিয়ে যাবে পূর্ব ভারতের অন্যতম সুপার-স্পেশালিটি মেডিক্যাল হাব হওয়ার পথে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *